নির্বাচন :
১। জাতীয় সংসদ নির্বাচন: নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনার প্রেক্ষিতে সংসদীয মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে অনুযায়ী সংশিস্নষ্ট জেলার আসন ভিত্তিক নির্বাচন অনুষ্ঠান গ্রহন করা।
২। উপজেলা পরিষদ নির্বাচন: নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনার প্রেক্ষিতে উপজেলা পরিষদের চেয়ারম্যন, ভাইসচেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান এর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে অনুযায়ী সংশিস্নষ্ট জেলার উপজেলা ভিত্তিক নির্বাচন অনুষ্ঠান গ্রহন করা।
৩। পৌরসভা নির্বাচন: নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনার প্রেক্ষিতে পৌরসভার মেয়র, কাউন্সিলরগণের এর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে অনুযায়ী সংশিস্নষ্ট পৌরসভা ভিত্তিক নির্বাচন অনুষ্ঠান গ্রহন করা।
৪। ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনার প্রেক্ষিতে সংশিস্নষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও সাধারণ সদস্যগণের এর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে অনুযায়ী সংশিস্নষ্ট ইউনিয়ন ভিত্তিক নির্বাচন অনুষ্ঠান গ্রহন করা।
এছাড়াও জাতীয় ও স্থানীয় নির্বাচনের মৃত্যুজনিত বা অন্য কোন কারণে শূন্য ঘোষিত পদে উপ-নির্বাচন গ্রহন করা হয়।
ভোটার তালিকা প্রণয়ন:
১। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনার প্রেক্ষিতে হালনাগাদ করণের সময় যারা বাংলাদেশের নাগরিক এবং বয়স ১৮ বছর পূর্ন হয়েছে তাদের ছবিসহ ভোটার তালিকায় নাম অমত্মর্ভূক্ত করা হয়; ও যারা মৃত্যবরণ করেছে তাদের নাম ভোটার তালিকা হতে কর্তন করা হয় এবং ভোটারকে এক এলাকা হতে অন্য এলাকায় স্থানামত্মর করা হয়।
২। যদি কোন ব্যক্তির ভোটার তালিকায় নাম, জন্ম তারিখ, পিতার নাম ভুল হলে আবেদনের প্রেক্ষিতে অত্র অফিসের মাধ্যমে প্রকল্প অফিস হতে সংশোধন করা হয়।
৩। ছবিসহ ভোটার তালিকার নির্ধারিত ‘ফি’ দিয়ে আবেদনের মাধ্যমে ভোটার তালিকার সার্টিফাইড কপি প্রদান করা হয়।
জাতীয় পরিচয়পত্র প্রদান:
১। ছবিসহ ভোটার তালিকায় নাম অমত্মর্ভূক্ত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়।
২। জাতীয় পরিচয় পত্রে নাম, জন্ম তারিখ, পিতার নাম ভুল সংশোধনীর কার্যক্রম প্রকল্প অফিসের মাধ্যমে করা হয়।
৩ জাতীয় পরিচয়ত্র হারিয়ে গেলে সংশিস্নষ্ট থানায় জিডি করে আবেদনের প্রেক্ষিতে নতুনভাবে প্রকল্প অফিসের মাধ্যমে প্রদান করা হয়।
জাতীয় পরিচয়পত্র সংশোধন ,হারানো জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি,ভোটার তালিকায় নাম স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম
উক্ত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে উপযুক্ত কাগজপত্রসহ নির্ধারিত ফরমে, নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আবেদন করতে হবে।উক্ত কার্যক্রম সমূহ চলমান প্রক্রিয়া। আপনি যে কোন সময়ে আবেদন করতে পারবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস